কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় টাকা দিয়ে বিপাকে পড়েছেন এক গ্রাহক। মেয়াদ শেষে টাকা ফিরত পাচ্ছেন না এমনটির দাবী করেছেন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম। শুক্রবার বিকালে সাংবাদিকের কাছে অভিযোগ করে বলেন-তিনি কলারোয়া উপজেলার চৌধুরী মার্কেটের ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে ১বছর মেয়াদী নগদ ২লাখ টাকা সঞ্চয় রাখেন। সঞ্চয় রাখার সময় ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার কামরুজ্জামান, অফিস কর্মকর্তা রাশিদুজ্জামান, মারুফ জানায়-দুই লাখ টাকায় প্রতি মাসে ২হাজার টাকা হারে মুনাফা পাবেন। সে অনুযায়ী তিনি মাসে মুনাফার টাকা আনতে অফিসে গেলে অফিস কর্তপক্ষ ২ হাজার টাকা থেকে ৮৬ টাকার ভ্যাট কেটে নিয়ে রেখে দেন। যা গ্রাহকদের কাছ থেকে সমবায় সমিতির ভ্যাট কাটার কোন নিয়ম নেই। ্এর পরেও ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে রাখা সঞ্চয় ২লাখ টাকার মেয়াদ শেষ হলেও তারা টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহনা করছে। টাকা পাওয়ার জন্য নিয়ম মাফিক আবেদন করলে অফিস থেকে বলা হয় জুলাই মাসের ৩০তারিখে অফিসে যোগাযোগ করতে। তিনি উক্ত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এবিষয়ে ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার কামরুজ্জামানের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-মেয়াদ শেষে টাকা পাবেন তবে গ্রাহককে অবশ্যই অফিসে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে। গ্রাহক সাইফুল ইসলাম এবিষয়ে তার সাথে কোন যোগাযোগ করেনি বলে তিনি জানান।

