সমাজের আলো : র্যাবের অভিযানে শাহিন শেখ (৪৭) নামে এক ব্যক্তি ১কেজি গাজাসহ আটক হয়েছে। সে উপজেলার রায়টা গ্রামের মৃত নজরুলের ছেলে। শনিবার (১০এপ্রিল) বিকেলে উপজেলার সরকারি কলেজের সামনে থেকে সে আটক হয়। এসময় তার কাছ থেকে র্যাব সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের ১কেজি গাজা উদ্ধার করে। এঘটনায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি জামিল হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২১(৪)২১ দায়ের করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক