মণিরামপুর (যশোর)প্রতিনিধি : মণিরামপুরের মাঠে মাঠে বোরো ধানের সোনালি বর্ণের বাইল দুলছে তাতে কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা দিয়েছে। অনেক কষ্টের ফসল এই ধান নিয়ে কৃষাণ-কৃষাণিদের মাঝে আনন্দ উৎফুল্ল বিরাজ করছে। তবে কালবৈশাখি ঝড় নিয়েও তাদের মধ্যে শঙ্কা রয়েছে। আবহাওয়ার অনুকূল পরিবেশে কৃষকরা যদি ধান বাড়িতে তুলতে পারে তাহলে অতীতের সকল রেকর্ড এবার ছাড়িয়ে যাবে। আর ন্যায্য মূল্য পেলে স্বপ্নপূরণ হবে কৃষকের। মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম বলেন, নিজের ব্যবসার পাশাপাশি অনেক কষ্টের মধ্যে দিয়ে এ বছর ৩ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। এখনো পর্যন্ত ধান গাছ বেড়েছে আশানুরুপ। ৪২ শতক বিঘার এই ৩ বিঘা জমির অবস্থা যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সকল খরচ-খরচা বাদ দিয়েও ধান এবং বিছালি বিক্রি করে এবার ৩০ থেকে ৪০ হাজার টাকা হাতে থাকতে পারে। আর ধান এবং বিছালির বাজার মূল্য যদি এভাবে না থাকে সেক্ষেত্রে লাভের অংশ হয়তো একটু কমে যাবে, তবে লোকসান হবে না। তিনি আরো বলেন, প্রতিনিয়ত আকাশ যেভাবে মেঘাচ্ছন্ন হচ্ছে তাতে ধান বাড়িতে তোলা নিয়ে অনেক শঙ্কার মধ্যে রয়েছি। পাকা ধান বাড়িতে তোলার সময় যদি কালবৈশাখির কবলে পড়ি তাহলে আমাদের সকল আশা শেষ হয়ে যাবে। উপজেলার আঝুটা গ্রামের রিজাউল ইসলাম বলেন, এবার ৫ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। প্রতিবিঘা জমিতে হালচাষ থেকে শুরু করে রোপন, নিড়ানি, সার, কীটনাশক, কাটা, বাঁধা, আনা, ঝাড়াই-মাড়াই এবং শ্রমিকের মুজরি বাবদ খরচ প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা। সেই হিসেবে ৫ বিঘা জমিতে নিজের শ্রমবাদে খরচ প্রায় ৮০ হাজার টাকা। তবে, ধানের বাজার মূল্য যদি মণ প্রতি ন্যূনতম এক হাজার টাকা এবং বিছালি কাউন প্রতি ২ থেকে ৩ হাজার টাকা হয় তাহলে সব মিলে প্রায় দেড় লাখ টাকা মুনাফা আসতে পারে। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার ধান ক্ষেতে পোকার আক্রমণ এবং খরা কম থাকায় মাঠে সবার জমিতে ফলন খুবই ভালো হয়েছে। সিরাজুল এবং রিজাউল ইসলামের মতো কাজিয়াড়ার মুরাদ হোসেন, আ¤্রঝুটার আব্দুস ছামাদ, মিজানুর রহমান, সবুজ হোসেন, খেদাপাড়ার আব্দুর রাজ্জাক, মুন্সিখানপুরের শাহজাহান আলীসহ অনেকেই এমন আশা দেখছেন। তারা বলছেন, বাজারমূল্য যেভাবে রয়েছে তাতে আবহাওয়া যদি প্রতিকূলে না যায় এবং সুষ্ঠুভাবে ধান ঘরে তুলতে পারেন, তাহলে গত বছরের তুলনায় এবার বেশি লাভবান হবেন তারা। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে রোহিতা ইউনিয়নে ১ এক হাজার ৬৩০ হেক্টর, কাশিমনগরে ৯৫৫ হেক্টর, ভোজগাতীতে ৭৫৪ হেক্টর, ঢাকুরিয়ায় ১ হাজার ৮৭০ হেক্টর, হরিদাসকাটিতে ১ হাজার ৭১০ হেক্টর, মণিরামপুর সদর ইউনিয়নে ৬৯৫ হেক্টর, পৌর এলাকায় এক হাজার ৬০ হেক্টর, খেদাপাড়ায় ২ হাজার ৩২০ হেক্টর, হরিহরনগরে ১ হাজার ৭০২ হেক্টর, ঝাঁপায় ২ হাজার ২৬০ হেক্টর, মশ্মিমনগর ১ হাজার ৮৫০ হেক্টর, চালুয়াহাটীতে ১ হাজার ৭৭০ হেক্টর, শ্যামকুড় ইউনিয়নে ১ হাজার ৮৮৩ হেক্টর, খানপুরে ১ হাজার ৮২০ হেক্টর, দূর্বাডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ৮৮০ হেক্টর, কুলটিয়ায় ৫৬০ হেক্টর, নেহালপুরে ৮৯৫ হেক্টর ও মনোহরপুর ইউনিয়নে ১ হাজার ২৯০ হেক্টার জমিতে এবারে বোরো ধানের চাষ করা হয়েছে। মণিরামপুরের বোরো ধানের আবাদে এবার শীর্ষে রয়েছে উপজেলার খেদাপাড়া ইউনিয়ন। আর জলাবদ্ধতার কারণে সবথেকে পিছে পড়েছে উপজেলার কুলটিয়া ও নেহালপুর ইউনিয়ন। উপজেলার কুলটিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ কুমার দাস এবং নেহালপুর ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম শফিউল আলম জানান, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মরণফাঁদ ভবদহ গ্রাসের কারণে ইউনিয়ন দুইটির নি¤œাঞ্চল এ বছর পানিতে প্লাবিত থাকায় এবার বোরো ধানের আবাদ কম হয়েছে। তবে ভবদহ দিয়ে যদি সময়মতো পানি নিষ্কাশন হতো তাহলে কৃষকদের এমন দুশ্চিন্তার পরিস্থিতির শিকার হতে হতো না। এরপরও যেসব এলাকায় বোরো ধানের আবাদ করা হয়েছে সেসব এলাকায় চাষিদের মুখে হাঁসি ফুটেছে। খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, উপজেলার সবচেয়ে বেশি বোরো ধানের চাষ হয়েছে এই ইউনিয়নটিতে। ২ হাজার ৩২০ হেক্টর জমিতে চাষ করা প্রত্যেকটি গ্রামের খাল-কুড়, মাঠঘাট, বিল এবং পতিত জায়গার ধানে পাক ধরেছে। মাঠে মাঠে পাকা ধান যেভাবে দুলছে তাতে কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিসার আবুল হাসান জানিয়েছেন, মণিরামপুর উপজেলায় এ বছর ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার টার্গেটের তুলনায় ৪০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। তবে, স্থায়ী জলাবদ্ধতার কারণে বিল কপালিয়ায়, কুমারঘাটা বিল, বিল বোকড়, বিল কেদারিয়ায়, কুড়ামারা বিল ও হরিণা বিলের ৪০০ হেক্টর জমি জলাবদ্ধ থাকায় কৃষকরা বোরো ধানের আবাদ করতে পারেনি। ‘মণিরামপুরে ধান ঘরে তুলার সময় যদি কালবৈশাখি ঝড়ের কবলে না-পড়ে তাহলে এ বছর বোরো ধানের আবাদে আতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে।’ যোগ করেন আবুল হাসান।




Leave a Reply

Your email address will not be published.