সমাজের আলো : শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ নলতা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান,তালা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, দেবহাটা শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক,শ্যামনগর শিক্ষক সমিতির সভাপতি কৃঞ্চনান্দ মুখার্জী, সাতক্ষীরা সদর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নবারুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী,ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি আনারুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন,নলতা প্রেস ক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউনুস আলী প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় হইতে দুইজন করে ডেলিগেটের মাধ্যমে ৭২ জন প্রতিনিধির মধ্যে ৬৯ জনের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিতে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমকে সভাপতিএবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ জন সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠণ করা হয়। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার ও নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন দুইজন দেবহাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক এবং সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।




Leave a Reply

Your email address will not be published.