মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-খুলনা শপিং কমপ্লেক্সে সংলগ্ন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলায় একটি অনলাইন ভিত্তিক পণ্য বেচাকেনার দোকানে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। গুনের সংবাদ পেয়ে মার্কেটের সকল দোকান বন্ধ করে দেওয়া হয়। হটাৎ ধোয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। যে যার মত পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা শুনে দ্রুত মার্কেটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় অন্যথায় দুই মার্কেটের মালামাল পুড়ে ছাই হয়ে যেত।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে টুটপাড়া ও বয়রা সদর স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা অনেক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

