মোঃ নুরুজ্জামান, সম্পাদক নীলাকাশ টুডেঃ সাংবাদিক জাতির বিবেক। সাংবাদিকেরা মানুষের কল্যানে কাজ করে থাকেন। অসহায় মানুষের কথাগুলো সাজিয়ে গুছিয়ে লিখে পত্রিকায় প্রকাশ করাই হলো সাংবাদিক। একবারে বাড়ির খেয়ে বনের মহিষ তাড়ানোর মতই হচ্ছে সাংবাদিক পেশা। সাংবাদিকতা করার পাশাপাশি অন্য পেশা বা আয়ের উৎস না থাকলে সাংবাদিকতায় সৎ থাকা যায় না।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও নীলাকাশ টুডে অনলাইন নিউজ পোর্টালের খুলনা বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন সাংবাদিক মামুন হাচান। আমি চলতি জুনের ১১ তারিখ শনিবার খুলনায় একটি বিশেষ কাজে গেলে আমার সাথে উনিও দীর্ঘক্ষন সময় দিয়ে ছিলেন। ঘুরাঘুরির এক পর্যায়ে আমি লক্ষ্য করলাম তিনি খুলনা রেল স্টেশনের সামনে ও ভিতরে বেশ কিছু দৃশ্য ভিডিও ধারণ করেন। এছাড়াও একটি ফুল মার্কেটে কাজে গিয়েও তিনি ভিডিও করতে শুরু করলেন। জানতে চাইলাম ভিডিও করছেন কেনো? বললো কাজে লাগবে। যে কথা সেই কাজ কিছুক্ষন পরে দেখলাম ফুল মার্কেটের একটি বিজ্ঞাপন হলো ফ্রী পয়সায়। রেল স্টেশনের ভিডিও চিত্রের দৃশ্যও দেখানো হলো। আমি উনার এই সাংবাদিকতার কার্যক্রমে খুবই মুগ্ধ হলাম, ভালো লাগলো। খুলনার রেল স্টেশন হতে আমার বন্ধুও আমার সাথে যুক্ত হলো। আমি মামুন হাচান ভাইয়ের সাথে ওনার বাসায়ও গেলাম। সেখানে গিয়ে ওনার রুমে দেখলাম একটা কম্পিউটার ওই কম্পিউটার থেকে মাঝে মধ্যে উনি নিউজ লেখার কাজে ব্যবহার করে থাকেন। ওনার স্ত্রী আমার শ্রদ্ধেয় ভাবি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন। খুব ভালো উদ্যোগ। আমার খুব ভালো লেগেছে। এক মেয়ে ও এক ছেলের মা হলেও কাজের প্রতি আন্তরিক রয়েছেন তিনি। অল্প একটু সময়ে গিয়ে দেখলাম মামুন ভাইকে শ্রদ্ধার সাথে ভালোবাসেন তিনি। মামুন হাচান ভাই সততার সাথে সাংবাদিকতা করে থাকেন। শুধু মাত্র সম্মানের জন্য ও মানুষের কল্যানে কাজ করতে তিনি গণমাধ্যমে যুক্ত হন। ঘরে বাহিরে উনার সাদামাটা জীবন যাপন খুব ভালো লাগলো। এর আগে এক প্রতিবন্ধীর রিকশায় উঠলাম আমরা দুই জন। প্রতিবন্ধী রিকশা চালকের সাথে যেভাবে ব্যবহার করলেন রিকশা চালক খুব খুশি হলেন। এবং দোয়াও করলেন। যারা সাংবাদিক মামুন হাচান ভাইকে চিনে, তারা সাংবাদিক মামুন হাচানকে সম্মান করতে দেখলাম। পরিচিত কেউ দেখলে সম্মান করবে এটাই সাংবাদিকদের সার্থকতা। মামুন হাচান ভাই এই কারনে সফল। সাংবাদিক মামুন হাচান সরকারের উন্নয়ন মূলক নিউজসহ সরকারের স্থানীয় প্রশাসনের কাজে যদি ভুল হয়ে থাকে সেগুলো লেখনির গঠন মূলক সমালোচনা করে থাকেন। মামুন হাচান ভাইয়ের মত সৎ সাহস নিয়ে সাংবাদিকতা করা অনেকটা চ্যালেঞ্জ থাকলে তিনি সততার সাথে কাজ করে যাচ্ছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন কতৃক অপরাধ নির্মূলে অপরাধীদের গ্রেফতার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উৎসাহ দিতে নিয়মিত সংবাদ প্রকাশ করে থাকেন৷ আর অপরাধ নির্মূলে তাদের মুখোশ উন্মোচন করতে ভয় পায় না সাংবাদিক মামুন হাচান। আল্লাহ আপনার কাজের সহযোগীতা করুন ধন্যবাদ সাংবাদিক মামুন হাচান ভাই এগিয়ে যান এই দোয়া করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *