সমাজের আলো ঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিছলাপোল কলাটুপির সাধারন মানুষ । আসরের নামাজের পর পিছলাপোল-কলাটুপি বাজার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দোষীদের বিচার করা না হলে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারী দেন পিছলাপোল -কলাটুপি বাসী

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাস্তার নেমে এসেছে পিছলাপোল কলাটুপির সাধারন মানুষ।

আসরের নামাযের পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ বিক্ষোভ শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম (নেদা),মেম্বর মফিজ উদ্দীন (মুর্ফতি) কুশোডাঙ্গা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাষ্টার শহিদুল ইসলাম, মাষ্টার গোলাম মোস্তাফা, ভারতের সরকার কে তারা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভারত দূতাবাস ঘেরাও করা হবে।বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ভারতের পণ্য বয়কট করার ঘোষানাও দেন বক্তরা । তারা আরো বলেন
বিশ্বের সব মুসলমানদর সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
আসরের নামাযের শেষে কুশোডাঙ্গা ইউনিয়নের সকল মুসুল্লিরা বিক্ষোভ মিছিল বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কুশোডাঙ্গায় বিভিন্ন স্থানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান। এ সময়ে এ ঘটনার জন্য তীব্র নিন্দাও জানান তারা ।




Leave a Reply

Your email address will not be published.