শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : গতকাল শনিবার না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কলারোয়ার যুগিখালি ১২নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ফকির তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন হঠাৎ বিগত চার মাস আগে অসুস্থ হয়ে পড়েন।
কিন্তু জানুয়ারি ৩ তারিখে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে বিশিষ্ট এই সমাজসেবক ও গণমানুষের নেতার মরদেহ আজ রবিবার ভোর ছয়টায় যুগিখালি গ্রামে তার নিজস্ব বাসভবনে এসে পৌঁছায় এসময় শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো যুগিখালি ইউনিয়ন
তার জানাজা আজ রবিবার বাদ আসর বিকাল চারটায় তার নিজগ্রাম যুগিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয় এ সময় জানাজায় অংশগ্রহণ করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ লালটু,হাজারো মানুষের ঢল নামে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

