ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলায় সরকারী-বেসরকারী ভাবে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে কেক কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি গোলাম মর্তুজা, সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল,পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম, মহিলা লীগের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা প্রশাসনের আয়োজন জাতির জনকের জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কেক কাটা,আলোচনা সভার অনুষ্ঠিত হয়। ফিতা কেটে জাতীয় শিশু দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *