সমাজের আলো : ঢাকা জেলার সাভারে শান্তা খাতুন নামের এক পোশাক শ্রমিককে যৌতুক না দেওয়ার জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাভারের পৌর এলাকার টান গেন্ডা এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একইদিন রাতে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান।গ্রেফতারকৃতরা হলেন ভুক্তভোগী শান্তার শ্বশুর নজরুল ইসলাম ও তার শাশুড়ী খুরশিদা বেগম খুশি। মামলার অন্যান্য আসামিরা হলেন শান্তার স্বামী জহিরুল ইসলাম সাগর, সাগরের মামাতো ভাই নিরব হোসেন শাওন, সাইফুল ইসলাম ও জুলহাস ।

ভুক্তভোগী ওই নারী জানান, প্রায় দুই বছর আগে সাগর ও তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি সাগরের বাড়িতে বিয়ের জন্য অনশন করেন। পরে বাধ্য হয়ে শান্তাকে বিয়ে করে সাগর। কিন্তু বিয়ের পর থেকেই তার যৌতুক চাই। তবু পুরো পরিবার তার ওপর নির্যাতন চালাত বলে দাবি শান্তার। শান্তা পরিবারের অমতে বিয়ে করায় পরিবারের সাথেও তেমন যোগাযোগ ছিল না। কিন্তু সাগর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করায় অনেক কষ্টে মায়ের মাধ্যমে কিছু টাকা এনে দেন।আবারও টাকা দাবি করলে স্বামীর সাথে ধামরাইয়ে বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ নেয় শান্তা। তার পরেও চলে নির্যাতন। সর্বশেষ ১৩ ডিসেম্বর কৌশলে মোবাইল ফোনে টান গেন্ডা এলাকার বাড়িতে ডেকে নেয় জহিরুল। গাড়ি থেকে নামতেই তার চোখ বেঁধে নির্যাতন শুরু করে। প্রায় ২ ঘন্টা পরে তার চোখ খুললে দেখেন তিনি শ্বশুর বাড়িতে। এসময় তারা আবারও মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। পরে শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও গরম পানি শরীরে ঢেলে দেয়। অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে নির্যাতনকারীদের ধাক্কা দিয়ে দৌড় দিয়ে এসে উঠানে পড়ে যান তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে শনিবার রাতে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *