সমাজের আলো : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শ্যামল কুমার অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এলাকাবাসী ভূমি অফিসের সামনে বিশাল মানববন্ধন করেছেন।
২নং নগরঘাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় এলাকাবাসীরা আয়োজনে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারীর বিরুদ্ধে সরকারি গাছ কেটে আত্মসাৎসহ নানা অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন ভূমি অফিসের সামনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মো. আব্দুস ছাত্তার, নুর আলী সরদার, জাসদের তালা উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য নবী নেওয়াজ সরদার, ইউপি সদস্য শেখ সরোয়ার, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছবিরন বেগম, নারী ইউপি সদস্য মর্জিনা বেগমসহ স্থানীয় সমীর ব্যানার্জী, বিশ্বনাথ দাশ, পরিতোষ ব্যানার্জী প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় শতশত মানুষেরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি অফিসের একটা দেবদারু গাছ অপসারণের নামে রাতের আঁধারে শত বছরের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ এবং আম গাছের বড় বড় ডাল-পালা কেটে তা ৮০- ৮৫ হাজার টাকায় বিক্রি করেছেন নায়েব শ্যামল কুমার অধিকারী। এছাড়াও তিনি খাজনা আদায়, জমির নামজারি, জমির শ্রেণি পরিবর্তন, ভূমি অধিগ্রহণ চেক সহ নানা দুর্নীতির আখড়ায় ইউনিয়ন ভূমি অফিসকে পরিণত করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তার আরো বলেন, ভূমি অফিসের নতুন ভবন তৈরি করার সময় শ্রমিকেরা কাঁঠাল গাছের ডাল-পালা জ্বালানী হিসেবে ব্যবহার করেছেন। যেটি মোটেও ঠিক ছিলোনা। নায়েব তার দুর্নীতির সহযোগি হিসেবে ভূমি অফিসের সহকারী শমসের এবং পিয়ন মাহফুজকে ব্যবহার করেন। তবে এই ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শ্যামল কুমার অধিকারী তার নিজের ইচ্ছামত সবকিছু করে লুটপাট আর দুর্নীতির রাজ্য তৈরি করেছেন ভূমি অফিসকে। মানববন্ধনে উপস্থিত সকলেই দুর্নীতিবাজ নায়েবের নায্য বিচার ও উপযুক্ত শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
