তালা প্রতিনিধি : বুধবার (১২ জানুয়ারী) বিকালে তালা উপজেলার ঘোনা গ্রামে দেশী শিং মাছের মিশ্র চাষ বিষয়ক এক মাঠ দিবস পালন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জয়নুল আবেদীন। উন্নয়ন প্রচেষ্টার মৎস্য কর্মকর্তা বাবু কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ আতিয়ার রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। ৭০ জন কৃষক ও কৃষাণির উপস্থিতিতে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত শুরু হয়। মাঠ দিবসে দেশী শিং মাছ চাষের বৈজ্ঞানিক চাষ পদ্ধতি, মাছের উৎপাদন ও রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।




Leave a Reply

Your email address will not be published.