সমাজের আলো : ।দালালরা অনুমতি দিলে বা ইঙ্গিত দিলেই কেবল যাত্রীদের পাসপোর্টে সিল মারেন বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন অফিসাররা। আর দালালরা যদি কোনো ইঙ্গিত না দেন তাহলে ওইসব পাসপোর্টে হাতও দেন না তারা। গত ৭ দিনে ৩ বার বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে এই চিত্র দেখা গেছে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন কাউন্টারটি ১১০ নম্বর কক্ষে। এই কক্ষে প্রবেশ করতে হলে ১১২ নম্বর কক্ষের গেট দিয়ে প্রবেশ করতে হয়। ১১২ নম্বর কক্ষে প্রবেশ করে যাত্রীরা প্রথমে ৫০ টাকার ল্যান্ড পোর্ট চার্জ দেন। চার্জ দেওয়ার পর ১১০ নম্বর কক্ষে ইমিগ্রেশন করতে যান।
এই স্থল বন্দরে ইমিগ্রেশন করার নিয়ম হলো যাত্রীদের দল (যারা একসঙ্গে বন্দর পার হবেন) একসঙ্গে তাদের পাসপোর্ট নিয়ে ১১০ নম্বর কক্ষে রেখে আসবেন। এরপর ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট ধরে ধরে একে একে যাত্রীদের নাম ডাকবেন আর যাত্রীরা গিয়ে অফিসারের সামনে হাজির হয়ে নিজ নিজ ইমিগ্রেশন করবেন।
তবে সরেজমিনে দেখা গেল উল্টো চিত্র। ইমিগ্রেশন পুলিশের ৩ জন সদস্য কাউন্টারে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দুজন ছিলেন পোশাকে। তাদের একজন কনস্টেবল আহসান এবং অপরজন কনস্টেবল সেলিম। আরেকজন ছিলেন গেঞ্জি পরিহিত সাদা পোশাকে। তিনি শুধু পাসপোর্ট সংগ্রহ করছিলেন। পাসপোর্ট নেওয়ার পর তিনি যাত্রীদের বলছিলেন, ‘যাত্রীদের বাসের নামের তালিকা অনুযায়ী ডাকা হবে।’১১০ নম্বর ইমিগ্রেশন কক্ষের গেটে ‘নো এন্ট্রি উইদাউট পাসপোর্ট প্যাসেঞ্জার’ (পাসপোর্টধারী যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ) লেখা থাকলেও ইমিগ্রেশন কাউন্টারের পাশে সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকেন ৬-৭ জন দালাল। গেটের বাইরে থাকেন আরও ৮-১০ জন। তাদের কাছে পাসপোর্ট প্রতি ২০০ টাকা দিলে তারাই পাসপোর্ট নিয়ে যান ইমিগ্রেশন অফিসারের কাছে। ইমিগ্রেশন অফিসাররা সেসব পাসপোর্টের নাম ধরেই ইমিগ্রেশন করেন
পরে দেখা গেল নিয়মানুযায়ী সাধারণ যাত্রীদের ডাকা হচ্ছে না। দালালদের দেওয়া পাসপোর্টের তালিকা অনুযায়ী ইমিগ্রেশন করা হচ্ছে। যিনি সাদা পোশাকে ছিলেন তিনিই মূলত দালালদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি দালালদের ইশারায় পাসপোর্ট সিরিয়ালে দিচ্ছেন।
