সমাজের আলো : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন।

তিনি সাংবাদিকদের বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মের অনুসারীসহ জেলার সর্বস্তরের মানুষকে ও অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের মানুষজন যুগ যুগ ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের স্ব স্ব অবস্থানে থেকে ধমীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানটিকে ধারন করে বাংলাদেশের মধ্যে, অন্যতম সাতক্ষীরা জেলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খৃষ্টান ধর্মের অনুৃসারীরা যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখে ধমীয় উৎসব পালন রেখে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।




Leave a Reply

Your email address will not be published.