সমাজের আলো : সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ।বিদ্যুতের খূটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক মৃত্যু। মঙ্গলবার রাত দশটার দিকে সাতক্ষীরার যশোর সড়কের পারুলিয়া এ ঘটনা ঘটে । যানা যাচ্ছে নিহতরা হলেন আলিপুর ইউনিয়নের পুস্পকাটি গ্রামের জাহঙ্গীরের ছেলে মামুন হোসেন (১৭),তাসলিমা খাতুনের ছেলে আশরাফুল (৩০)মফিজুলের ছেলে সজীব (২২)। এক মটরসাইকেল যোগে তিন জন সাতক্ষীরার দিকে আসছিল।পথিমধ্যে পারুলিয়ায় আসলে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলা তিন জনের মৃত্যু হয় ।

