সমাজের আলো: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বাড়ির নির্মাণাধীন বাথরুমের মেঝের মাটি খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তালধারী গ্রামে রুজেলা বেগম (৪০) নামে এক নারীর বাড়িতে এ অভিযান চালায়। পরে শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এ ঘটনায় পুলিশ রুজেলা বেগমকে গ্রেফতার করেছে। রুজেলার স্বামীর নাম মিনারুল ইসলাম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুজেলার ছেলে রুবেল (২৭) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

