সমাজের আলো:নাটোরের গুরুদাসপুরে সহায় সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ বাবা জামেরুল ইসলাম (৭০) ও মা রাশেদা বেগমের (৬৫) ভরণ-পোষণ বন্ধ করে দেন তাদের তিন ছেলে। আর ছেলেদের নামে জমি লিখে দেওয়ায় বাবা-মায়ের শেষ সম্বল শোবার ঘরটি ভেঙে নিয়ে যান তাদেরই এক মেয়ে। নির্মমতার এখানেই শেষ নয়, খাবার চাওয়ার অপরাধে ছেলেরা শেষ পর্যন্ত বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছেন। অসহায় অবস্থায় ওই বৃদ্ধ দম্পতি আশ্রয় নেন পৌর সদরের উত্তর নারী বাড়ি শহীদ মবিদুল মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। এমন খবর পেয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ছুটে যান শহীদ মবিদুল মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে অবস্থানরত বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *