সমাজের আলো : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কাশিমাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী সভাপতিত্বে মঙ্গলবার (০১ মার্চ ২০২২) বিকাল ৪.০০ টায় কাশিমাড়ীর জয়নগর ত্রি-মোহনা বাজার চত্বরে এ অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন- কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী পেয়াদা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ফেরিওয়ালা ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক ডি এম আব্দুল্লাহ আল মামুন, গ্রামপুলিশ আশরাফ হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, সুলাইমান সরদার, আবু হেনা মিন্টু, সবুর ঢালী প্রমুখসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমাড়ী ইউনিয়ন গ্রাম আদালতের সহকারি মহসিন আলম। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা হাফেজ আব্দুর রউফ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *