মো: রাহাতুল ইসলাম : অবসপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ জড়িত নেই বলে দাবি করেছেন দেশের প্রখ্যাত আইনজীবী রানানা দাশ গুপ্ত। তিনি দাবি করেছেন, এজাহার ও অভিযোগপত্রে মেজর সিনহাকে গলায় বুট জুতা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ আনা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদনে তা পাওয়া যায়নি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক ওসি প্রদীপের জামিন শুনানী অংশ নিতে এসে কক্সবাজার আদালত চত্বরে সাংবাদিকদের একথা বলেন। এড. রানা দাশ গুপ্ত আরো বলেন, এসআই লিয়াকত আলী মেজর সিনহাকে বুকে গুলি করেছিলো। এতে তার প্রচুর রক্তপাত হয়। প্রায় দেড় ঘন্টা পথ পাড়ি দিয়ে থানা থেকে এসে পায়ে গলা চেপে ওসি প্রদীপ মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ তা অসত্য। মূলতএসআই লিয়াকত আলীর গুলিতেই মেজর সিনহার মৃত্যু নিশ্চিত হয়েছিলো। আইনজীবীরা জানান, গত ৯জুন সাবেক ওসি প্রদীপ এএসআই নন্দলালের জামিন আবেদন করা হয়েছিলো। আদালত আজ ১৩ জুন জামিন শুনানীর দিন ধার্য্য করেছিলো। জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে রানা দাশ গুপ্তের নেতৃত্ব পাঁচ আইনজীবি কক্সবাজার আসেন। কিন্তু তারিখ পিছিয়ে আগামী ২৭জুন পরবর্তী জামিন শুনানীর দিন ধার্য্য করেছেন আদালত।




Leave a Reply

Your email address will not be published.