সমাজের আলো : সাকিব এখন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য গৌরবময় অধ্যায় তো বটেই, এমনকি বিশ্ব ক্রিকেটের অনেক মাইলফলকের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম।এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় ১ রানে জয়লাভ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনাল ম্যাচ আগে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালকে ১৫১ রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে বরিশাল।ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। গত ম্যাচের মতো এই ম্যাচেও তান্ডব চালিয়েছেন তিনি। প্রথম ওভারের চতুর্থ বলে মুজিব উর রহমানকে লং অনে ৬ মেরে শুরু, প্রথম ওভারেই নেন ১৮ রান!শফিকুলের দ্বিতীয় ওভারে আবার ২ ছয় ১ চারে ১৮ রান! দুই ওভারে আসে ৩৬ রান। তবে একমাত্র সুনীল নারিন ছাড়া টপ অর্ডারে আর কোন ব্যাটসম্যান গান করতে পারিনি। তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। সাকিব মাত্র ৪ রান দিয়ে ফেরান লিটন দাসকে।পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে মেহেদি হাসান রানাকে ৬ হাঁকিয়ে ২১ বলে দেখা পান ফিফটির। পরের বলেই সোজাসুজি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্তর হাতে। পাওয়ার প্লের শেষ ওভারে নারিন ফেরার পর থেমে যায় কুমিল্লার রানের চাকা। মুজিব-ব্রাভোরা চেপে ধরে ইমরুল কায়েসের দলকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *