যশোর প্রতিনিধি : যশোর অফিস স্কুল পড়ুয়া ছাত্রী অপহরণের দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে সোপর্দ করে ২২ ধারায় জবানবন্দি পূর্বক সেল্টার হোমে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ অপহরণ মামলার আসামী রিপন হোসেনকে গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি যশোর সদর উপজেলার বিরামপুর কালিতলা গ্রামের। ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে মফিজ মোল্লা কোতয়ালি মডেল থানায় শুক্রবার বিরামপুর বাবু পাড়ার বাবর আলীর ছেলে রিপন হোসেনসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই ইদ্রিসুর রহমান অপহরনকারী এজাহার নামীয় রিপন হোসেনকে গ্রেফতার করতে পারেনি। মফিজ মোল্লা তার মামলায় উল্লেখ করেন,তার মেয়ে মোছাঃ সাদিয়া খাতুন (১৩) শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার সময় রিপন হোসেন উত্যক্ত করতো। এক পর্যায় প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করায় ফুসলাতে থাকে। রিপন সাদিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি সাদিয়া তার মা বাবাকে জানালে তারা রিপন হোসেন অভিভাবকদের কাছে জানালে তানা কর্নপাত করেনি। এদিকে রিপন হোসেন সাদিয়া খাতুনকে অপহরনের ষড়যন্ত্র করতে থাকে। গত ১৮ নভেম্বর বিকেল ৩ টায় সাদিয়া বিরামপুর ফকিরের মোড় কোচিং সেন্টারে পড়াশুনা করে। বিকেলে বাড়ি ফিরছিল সন্ধ্যা সাড়ে ৫ টায় বাড়ির সামনে পৌছালে ওৎপেতে থাকা রিপনসহ সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জন ইজিবাইকে ফুসলিয়ে সাদিয়াকে অপহরণ করে নিয়ে যায়। এর পর বিভিন্ন স্থানে খোঁজা খুজির এক পর্যায় পুলিশ সাদিয়াকে উদ্ধার করলেও রিপন হোসেনকে গ্রেফতার করতে পারেনি।




Leave a Reply

Your email address will not be published.