সমাজের আলো : পাকিস্তানের রেলপথ বিষয়ক পার্লামেন্টারি সচিব ফারুক হাবিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) আল কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে বড় অংকের অর্থ পেয়েছিল। এই অর্থের লেনদেন হয়েছে ১৯৯০এর দশকে। ফলে তা প্যানেলের অডিটের বাইরে ছিল। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে আরো বলা হয়, নির্বাচন কমিশনের যাচাই বাছাই কমিটিতে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে বিদেশি অর্থ পাওয়া বিষয়ক শুনানির পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ফারুক হাবিব বলেন, ওসামা বিন লাদেনের কাছ থেকে পাওয়া অর্থে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফাউন্ডেশন গড়েন। এর উদ্দেশ্য ছিল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকারকে ক্ষমতাচ্যুত করা। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতা ফারুক হাবিব বলেন, বিদেশি দাতাদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে ব্যর্থ হয়েছে পিএমএলএন এবং পিপিপি। এ সময় তিনি জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল এবং এর প্রধান মাওলানা ফজলুর রেহমানেরও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন তিনি ও তার সংগঠন লিবিয়া ও ইরাক থেকে অর্থ পেয়েছে। পাকিস্তানের এই সচিব আরো বলেন, বিদেশি তহবিল গোপন করার এই মামলা থেকে রেহাই পাবে না বিরোধী দলগুলো। এ সময় তিনি আরো বলেন, তার দল পিটিআই অধিক স্বচ্ছ উপায়ে তহবিল সংগ্রহ করেছে। তাদেরকে যে ৪০ হাজার দাতা অর্থ দিয়েছে সে বিষয়ে তারা যাচাই বাছাই কমিটিতে বিস্তারিত জানিয়েছে। তিনি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে চ্যালেঞ্জ করেন। তাদেরকে সব রেকর্ড সঙ্গে এনে তার সঙ্গে সরাসরি বিতর্কের আহ্বান জানিয়েছে। পক্ষান্তরে পিএমএলএনের মহাসচিব আহসান ইকবাল সাংবাদিকদের বলেছেন, পিটিআইয়ের ১৮টি ব্যাংক একাউন্ট আছে। এর বিস্তারিত স্বীকার করেছে পিটিআই। তিনি আরো বলেন, যেকোনো মূল্যে পিটিআইকে বিদেশি অর্থ গ্রহণের বিষয়ে জবাবদিহিতায় আনা হবে।




Leave a Reply

Your email address will not be published.