সমাজের আলো : শ্যামনগর উপজেলার ধুমঘাট (তেরআটি) গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। হাসপাতালে চিকিৎসাধীন গগন মিস্ত্রি জানান, ২০০৩ সাল থেকে বিরেন্দ্র নাথ বিশ্বাসকে ইউপি সদস্যপদে সমর্থন করে আসছি।বর্তমান ইউপি নির্বাচনে আমরা ডাক্তার দীপংকরের বাবাকে সমর্থন করি। এ আক্রোশে বিরেন্দ্র নাথ বিশ্বাস আমার বাড়ির সামনে এসে আমাকে মারপিট করে। এ সময় আমার স্ত্রী বিরতি রানী মিস্ত্রী (৩০) ঠেকাতে গেলে বিরেন্দ্র নাথের লোকজন অনিমেশ, কোমলেশ ও পরিতোষ তাকেও মারপিটসহ শ্লীলতাহানি ঘটায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে গগন মিস্ত্রী (৪৫) ও তার স্ত্রী বিরতি রানী (৩০) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

