যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগুড়ী (বেলতলা বাজার) দক্ষিণবঙ্গের সর্বোবৃহৎ একটি পাইকারী ফলের বাজার। বাজারটি ২০ বছর যাবৎ সরকারি ইজারাবহির্ভূত। সংবাদ প্রকাশের পর শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাজারটি খুব শীঘ্রই সরকারি ইজারাভুক্ত হচ্ছে। এই বাজার থেকে প্রতিবছর সরকারের রাজস্বখাতে জমা হবে বিপুল অঙ্কের রাজস্ব। স্থানীয় আম বরই লিচু পেয়ারা সহ নানান ফল চাষী, শতাধিক ফলের আড়ৎদার, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারী ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে দীর্ঘদিনে ধীরে ধীরে গড়ে ওঠা এই বাজারের পরিচিতি এবং সুনাম আজ ছড়িয়ে পড়েছে সারাদেশে।

যশোর ও সাতক্ষীরা এই দুই জেলার ফল চাষীরা এই বাজারে ফল বিক্রি করেন। বরই এর মৌসুমে তিন মাস ধরে এবং আমের মৌসুমে আড়াই মাস ধরে এই বাজারে ফল বেচাকেনা চলে। এছাড়াও দেশীয় বিভিন্ন মৌসুমী ফল এবাজারে কেনাবেচা হয়। আমের ভরা মৌসুমে এই বাজার হতে প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ ট্রাক আম চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এই বাজারে শতাধিক ফল ব্যবসায়ী সহ প্রায় দুইশত বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান আছে। বৃহত্তম এই ফলের বাজারটি ২০ বছরের বেশি সময় ধরে সরকারী ইজারাবহির্ভূত। ফলে এখান থেকে প্রতিবছর সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে ফলের বাজারটি প্রায় কোটি টাকায় ইজারা হবে বলেও মত প্রকাশ করেছেন স্থানীয় অনেকে। স্থানীয় সিন্ডিকেট কর্তৃক এই বাজার থেকে বিভিন্নভাবে চাঁদাবাজি হয় বিপুল পরিমাণ অর্থ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ফল চাষীরা। এবং বাজার সংশ্লিষ্ট সবাই থাকেন ভীষণ আতঙ্কে ও নিরাপত্তাহীনতায়।

এই বাজারের চাঁদাবাজি নিয়ে বড়ধরণের সংঘাত ও হতাহতের আশঙ্কাও কম নয়। উল্লেখ্য, “দক্ষিণবঙ্গের সর্বোবৃহৎ পাইকারী ফলের বাজার ইজারা বহির্ভূতঃ সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব” শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নজরে আসে। পরে তিনি বিষয়টি আমলে নিয়ে যশোর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মহোদয় জানান, এবিষয়ে যশোর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে ভূমি-মন্ত্রনালয়ে উক্ত বাজারের জন্য নির্দিষ্ট একটি জায়গা অধিগ্রহণের জন্য আবেদন করা হয়েছে। জায়গা অধিগ্রহণ নাহলে স্থানীয় কাঁচাবাজারের সাথে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক শীঘ্রই ইজারাভুক্ত করে রাজস্ব আদায় করা হবে।

স্থানীয়রা জানান, বাজারটি যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুইপাশে (সড়ক ও জনপথ এর জায়গায়) ফুটপথের উপর গড়ে উঠায় যানজটে ঘন্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় বাসযাত্রী সহ অন্যান্য যানবাহন ও পথচারীদের। বাজার চলাকালে বড়ধরণের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা খুব বেশি, এজন্য মহাসড়ক থেকে অন্যত্র কোথাও বাজারটি দ্রুত স্থানান্তর করা দরকার। অবিলম্বে দক্ষিণবঙ্গের সর্বোবৃহৎ এই ফলের বাজারটি সংশ্লিষ্ট সরকারী দপ্তর কর্তৃক ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করে দেশের সার্বিক উন্নয়নকে তরান্বিত এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করারও জোর দাবী জানিয়েছেন। এমন মহতী উদ্যোগের জন্য ইউএনও এবং ডিসি মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের শান্তিকামী জনসাধারণ, ব্যবসায়ী ও ফল চাষীরা।




Leave a Reply

Your email address will not be published.