সমাজের আলো : সাতক্ষীরায় গত ২৩ আগস্ট জনাব কাজী মনিরুজ্জামান জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে যোগদানের পর থেকেই বিভিন্ন অপরাধ দমনে আগের চেয়ে তৎপর হয়ে উঠেছে জেলা পুলিশ। নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানাতে প্রায় প্রতিদিনই তার কার্যালয়ে আসছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় শনিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা।
এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের কাজসমূহের প্রশংসা করেন। তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার পাশে থাকার কথা জানান।

