যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় শনিবার সকালে এবং দুপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এদের একজন যুবদল নেতা হাসানুল কবীর রেজা (৪১) এবং অপরজন মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬)। ঘাতক ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। অপর বালু বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ে আছে। উভয় ট্রাকের চালক পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি।শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঝিকরগাছা বাসস্টান্ডে ইসলামি ব্যাংকের সামনে ট্রাকে চাপা পড়ে পৌরসভার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে

যুবদল নেতা হাসানুল কবীর রেজা (৪১) নিহত নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানিয়েছেন, যুবদল নেতা হাসানুল কবীর রেজা প্রতিদিনের ন্যায় সব্জি বিক্রির উদ্দেশ্যে সব্জি বাজারের নিজ দোকানে যাচ্ছিলেন। সকাল অনুমান সাড়ে ৭ টার দিকে বেনাপোল গামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৬-৫৬৮৯) চাপা পড়ে বাসস্ট্যান্ডের ইসলামি ব্যাংকের সামনে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করে।

অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছার পানিসারা গ্রামের নীমতলা মোড়ে বালু বোঝাই ডাম ট্রাক (যশোর ট ১১-৫৪৭০) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিহাব হোসেন (২৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের বজলুর রহমানের ছেলে।




Leave a Reply

Your email address will not be published.