সমাজের আলো : সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটা থানাধীন শাকদহ নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা গামী একটি বাসের টায়ার পানসার হয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ১ জন নিহত এবং ২০ জন আহত হয়।নিহত ব্যাক্তির নাম রানা। তিনি সাতক্ষীরার ধুলিহর গ্রামের সালাম এর পুত্র।
মৃত রানার পরিচয় নিশ্চিত করেছেন শ্রমিক ইউনিয়নের সদস্য

