সমাজের আলো : ব্যাংকপাড়া তাদের মূল বিচরণস্থল। টার্গেট নগদ টাকা উত্তোলনকারী। ব্যাংক থেকে বের হলেই ডিবি পরিচয়ে তোলা হয় গাড়িতে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে টাকা-পয়সা লুট করাই তাদের কাজ। কখনো পুলিশ, কখনো র‌্যাব সেজে রাজধানী এবং ঢাকার আশপাশের এলাকায় প্রায়ই ঘটছে এমন ঘটনা। ধরা পড়ার পর জামিনে বের হয়ে তারা আবারও জড়াচ্ছে একই পেশায়, দাবি গোয়েন্দাদের।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামতেই পথরোধ। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনজন ঘিরে ফেলে রিকশা থেকে নামা ব্যক্তিকে। ডিবি পরিচয় দিয়ে জোর করে তুলে নেওয়া হয় প্রাইভেটকারে। টার্গেট ছিল ওই ব্যক্তির ব্যাগে থাকা টাকা।ব্যাংক থেকে নগদ টাকা তুলে কেউ বের হলেই তাকে টার্গেট করে এরা। আগেই থেকে ব্যাংকের ভেতরে থাকে দলের একজন। গ্রিন সিগনাল পেলেই প্রাইভেটকার কিংবা মাইক্রোতে থাকা দলটি ব্যারিকেড দেয় টাকা উত্তোলনকারীকে।
রাজধানী এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে তুলে নিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা নতুন নয়। এসব ঘটনায় হওয়া মামলা তদন্ত করতে গিয়ে পুলিশের অভিযানে অনেকেই গ্রেপ্তারও হয়।




Leave a Reply

Your email address will not be published.