সমাজের আলো : ৭৩ লাখ টাকা মুল্যোর এক কেজি ১৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে সাতক্ষীরার কলারোয়ার ব্রজাবস্ক বাজার থেকে সোনা উদ্ধার করা হয়। এ সময় অটক করা হয়েছে কলারোয়ার উপজেলার মুরারীকাটি গ্রামের মনিরুল ইসলামকে।সাতক্ষীরার ৩৩ বিজিবির অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক