সমাজের আলো : ভূয়া ওয়ারেশকাম সৃষ্টি করে দখলীয় সম্পত্তি দখল করতে না পেরে শহরের ইটাগাছা গ্রামের  রাবেয়া মিথ্যো মামলায় জড়িয়ে দীনমজুর দুই ভাইকে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বড়খামার গ্রামের দীনমজুর মোরশেদ আলী ও হাসান আলী অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মোরশেদ আলী বলেন, আমরা দিন মজুর। আমাদের নানী সূর্য্যভান বিবি’র নামের ব্রহ্মরাজপুর মৌজায় ৬১১২ ও ৬১১০ দাগে মোট ২ একর ১৭ শতক সম্পত্তি আমাদের মাতা আজিমন নেছা প্রাপ্ত হন। সম্পত্তি আমাদের নানী সূর্য্যভান বিবি তার ফুফু বিবি‘র কাছ থেকে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হন। থাকো বিবি’র কোন ওয়ারেশ না থাকায় আমাদের নানী ওই সম্পত্তির মালিক হন। সে সূত্রে দীর্ঘ ১৫০ বছরের ও অধিক সময় ধরে আমাদের নানা-নানীসহ আমরা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছি। সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের প্রতারক রাবেয়া খাতুন ভূয়া ওয়ারেশ কাম সৃষ্টির মাধ্যমে থাকো বিবি তার স্বামীর ফুফু ছিলো মর্মে দাবি করে ওই সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। মোরশেদ আলী ও হাসান আলী অভিযোগ করে বলেন, প্রতারক রাবেয়া অবৈধভাবে ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে থানায়, আদালতে একের পর এক মিথ্যো মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। আদালতে রাবেয়ার উত্থাপন করা ওয়ারেশ কাম সনদটি ২০১২ সালে পৌর মেয়র আশরাফুল হকের তদন্তে ভূয়া প্রমাণিত হওয়ায় তিনি সেটি বাতিল করেন। উক্ত দাগের কিছু সম্পত্তি বিক্রিও করেছি। ক্রেতারা সেখানে বাড়ি নির্মাণ করে ভোগদখলে আছেন। বিক্রিত জমিতে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে। উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। রাবেয়া খাতুনের দায়েরকৃত মামলায়ও আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা বলেন, প্রতারক রাবেয়া খাতুন নিজের অপরাধ ঢাকতে আমরা ভূয়া ওয়ারেশ কাম সৃষ্টি করেছি মর্মে দাবি করে গত ৩ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অমাদের বিরুদ্ধে মিথ্যেচার করেছে। আমরা কোন ধরনের ভূমিদস্যুতার সাথে সম্পৃক্ত নই। আমাদের ফাঁসানোর জন্য কিছু নিরিহ মানুষের নামেও মিথ্যেচার করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে রাবেয়া খাতুনের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে প্রতারক রাবেয়া খাতুন গংই জালিয়াতির মাধ্যমে ভূয়া ওয়ারেশ কাম সনদ সৃষ্টি করে আমাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাড়াটিয়া বাহিনী নিয়ে হটাৎ হটাৎ আমাদের বাড়িতে গিয়ে ভাংচুর করা ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াসহ খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published.