আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম দিনের লকডাউন ঢিলে-ঢালাভাবে চলার মাঝে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল্লার পরিবহন ও স্থানীয় রুটে কোন যানবাহন চলাচল না করলেও চলছে মাহিন্দ্রা, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যানসহ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার। তবে লক্ষ করা গেছে দোকান-পাট সীমিত পরিসরে খোলা থাকলেও কাঁচা বাজারের মধ্যে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেননা। তাছাড়া মাস্ক পরিধানে অনেকেরই অনীহা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন সফল করতে দুপুর বারোটার দিকে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে। এসময় জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের বিভিন্ন শপিংমল ও সড়কে দূরপাল্লার গনপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলার ৭টি উপজেলায় মোট ১২ টি অভিযানে ৭০ টি মামলায় ৫৪ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, লক ডাউন ভঙ্গ ও স্বাস্থ্য বিধি না মানলে এবং সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টে কঠোর শাস্তি প্রদান করা হবে। লকডাউন বাস্তবায়নে জেলার তিনটি সীমান্তবর্তী পয়েন্টে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.