সমাজের আলো: সাতক্ষীরায় মানসিক ভারসাম্যহীন স্বামীর পৈতৃক সম্পদ রক্ষার্থে স্ত্রীর সংবাদ সম্মেলন। তিন সন্তানের জননী রোজিনা খাতুন তিনি দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন জাকির হোসেনের স্ত্রী। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে অসহায় রোজিনা খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন জাকিরের সাথে বিয়ের পর আমাদের সংসারে তিনটি সন্তানের জন্ম হয়েছে। আমার শ্বশুর আবুল কাশেম জীবিত থাকাকালীন মৌখিকভাবে আমাদের সাড়ে ৬ বিঘা ধানের জমি দিয়েছিলেন। ওই জমি’র হারির টাকা নিয়ে কোনো রকমে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলাম। কিন্তু বছর দুই আগে আমার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে থাকাকালীন আমার ছোট দেবর ওই সম্পত্তি লিখে নিয়ে জমি দখল করে। এর কিছুদিন পর আমার শ্বশুর মারা যাওয়ায় আমরা ভীষন অসহায় হয়ে পড়ি। আমাদের অসহায়ত্ব দেখে আমার শ্বাশুড়ি ছকিনা বেগম গত ১ জুন ও ১ জুলাই আমার পাগল স্বামী জাকিরের নামে সাড়ে চার বিঘা জমি লিখে দেন। বিষয়টি জানতে পেরে আমার স্বামীর অন্যান্য ভাই বোনেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিভিন্ন হুমকি-ধামকী দিয়ে আমার শ্বাশুড়িকে দিয়ে রেজিস্ট্রি করে দেওয়া জমি ফেরত নেওয়ার জন্য বিভিন্ন ভাবে জাপ সৃষ্টি করছে। এমনকি একটি পত্রিকায়ও এ ব্যাপারে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদ সম্মেলনে গৃহবধু রোজিনা খাতুন আরো জানান, আমি বর্তমানে ছোট ছোট তিনটি বাচ্চা ও পাগল স্বামীকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমার শ্বশুরের পর্যাপ্ত জায়গা জমি থাকা সত্বেও স্বামীর ভাই বোনেরা ষড়যন্ত্র করে আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। আর শ্বাশুড়ির দেওয়া এই সাড়ে চার বিঘা জমি ফিরিয়ে নিতে তারা একের পর এক হুমকি ধামকী দিয়ে যাচ্ছে। এই সামান্য জমিটুকু কেড়ে নিলে সন্তানদের নিয়ে আমাকে পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি বিষয়টি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে সুবিচার কাম্য করেছেন।




Leave a Reply

Your email address will not be published.