সরদার আবু সাইদঃ সাতক্ষীরা সদরের নেবাখালী গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় অন্তসত্বা এক গৃহবধূকে মারধর ও নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার নেবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন তাদের। দুটি সন্তানও রয়েছে। সুখের সংসারে চেপে বসে পরকীয়ার ভূত। কয়েক বছর আগে স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে শহরের সুলতানপুরের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্ত্রীর কাছে ফাঁস হওয়ায় মনোমালিন্য শুরু হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহদাৎ হোসানে বলেন, কয়েক দফা মিমাংসা করার পরও থেমে থাকেনি পরকীয়া সম্পর্ক। স্ত্রীর সামনে বিভিন্ন মেয়েদের সঙ্গে ফোনালাপ করেন মোস্তাফিজুর। বিষয়টির প্রতিবাদ করায় স্ত্রীর ওপর চলে নির্যাতন। টানা তিন বছর বিভিন্নভাবে চলা শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে দুই সন্তানের টানে সংসার করছেন ওই গৃহবধূ।আর সহ্য করতে না পেরে পরকীয়ার বিষয়টি থানায় জানানোর কথা বলে প্রতিবাদ করতে গেলে আজ দুপুরে মোস্তাফিজুর স্ত্রীকে মুখ চেপে ধরে বেদম মারপিট করেন। এবং মৃত ভেবে ঘরের ভেতর ফেলে রেখে চলে যায়। বিষয়টি চারদিকে জানাজানি হলে এলাকাবাসী সেখানে ভিড় করে। পরে স্থানীয় ইউপি সদস্য গিয়ে গৃহবধূরকে উদ্ধার করেন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এদিকে ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মোস্তাফিজুর পলাতক রয়েছেন।এ বিষয়ে স্থানীয়রা জানান, মোস্তাফিজুর সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তার ড্রাইভারের চাকরি করেন এ কারনে সে প্রভাব খাটিয়ে স্ত্রীর উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে।
