সমাজের আলো : সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর থানার আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে সোমবার বিকাল ৩টায় শহরের কাটিয়া আমতলা এলাকায় নিরিবিলি কমউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কাটিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ককহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, কাটিয়া শাহী মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হাফিজুর রহমান, নারী নেত্রী জোৎন্সা দত্ত।

এছাড়া বক্তব্য রাখেন নারিকেলতলা মন্দির সমিতির সহ-সভাপতি সংকর কুমার রায়, ক্যাথলিক ফাদার ডমেনিক মন্ডল, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ময়না প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবুল আকতার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, জেলা যুবলীগের সাবেক আহবায়ক জুলফিকার রহমান উজ্জল, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.