সামাজের আলো: সিডিও মানবতার পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) বিকাল ৪ টায় সিডিও ইয়ুথ টিম ৯নং বুড়িগোয়ালিনী ইউনিটের সার্বিক সহযোগিতায়, সংগঠন টির প্রধান কার্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন। সিডিও ইয়ুথ টিমের সামশুল হুদা শামীমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক এর প্রতিনিধি- সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ। বিশেষ অতিথি হিসেবে সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার ময়না, আটুলিয়া ইউনিটের সভাপতি শিরীন সীমা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ইউনিটের দপ্তর সম্পাদক তাবাচ্ছুম তামান্না, বুড়িগোয়ালিনী ইউনিটের মামুন হোসেন মিঠু, ভিক্টর মিস্ত্রি জনি, রাজিব কুমার মন্ডল, আব্দুল্লাহ আল রুমন, আব্দুর রহমান, সবুজ হোসেন, ইমরান হোসেন প্রুমখ উপস্থিত ছিলেন। উক্ত ক্রীড়ানুষ্ঠানে সিডিও মানবতার পাঠশালার শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে লাফ দড়ি, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ ও নৃত্য পরিবেশনা হয়।
Yeorab Hossain

Yeorab Hossain

