সমাজের আলো : ইয়েমেনে সৌদি জোটের সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আট সৌদি সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে এ হামলা চালায় হুথিরা। রোববার (২৯ নভেম্বর) ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জেনারেল সারিয়ি জানান, হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় আরও সাত সেনা আহত হয়। ইয়েমেনের এ সেনা মুখপাত্র বলেন, যত দিন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চলবে তত দিন ইয়েমেনি সামরিক বাহিনীও পাল্টাহামলা চালাবে। তিনি বলেন, শত্রুরা যেখানেই থাকুক না কেন তাদের ইয়েমেনি সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশগুলো দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।




Leave a Reply

Your email address will not be published.