সমাজের আলো: অগ্নিঝরা একাত্তরের মার্চের প্রথম দিন দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশের জীবনযাত্রা ছিল মোটামুটি স্বাভাবিক। ৩ মার্চ থেকে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নির্বাচিত এমএনএরা (মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি) ঢাকায় অবস্থান করছিলেন। তবে বিগত দিনগুলোতে দেশ ছিল উত্তপ্ত। ডিসেম্বর ১৯৭০–এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরও পাকিস্তানের সামরিক শাসক আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করতে নানা টালবাহানা করছিলেন। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয় সর্বাত্মক আন্দোলন। আন্দোলনের মুখে ইয়াহিয়া অবশেষে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত সদস্যরা হোটেল পূর্বাণীতে সমবেত হয়েছিলেন। তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পাকিস্তান পিপলস পার্টি আর কাইয়ুম মুসলিম লীগ ছাড়া অন্য দলের নির্বাচিত সদস্যরাও ঢাকায় সমবেত হয়েছিলেন। জাতীয় পরিষদের অধিবেশনে পিপিপির যোগদান না করার সিদ্ধান্ত নিয়ে মানুষের মনে কিছুটা উদ্বেগ ছিল। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিকই ছিল। স্বাভাবিক এই পরিস্থিতি হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়ল দুপুরে, রেডিওর এক আকস্মিক ঘোষণায়। বেলা ১টা ৫ মিনিটে ইয়াহিয়া ঘোষণা করলেন ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাঁর বিবৃতিতে বলেন, পশ্চিম পাকিস্তানের একটি প্রধান দল অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি এবং অন্য কয়েকটি দল ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে না চাওয়ায় অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নেতাদের মধ্যে রাজনৈতিক মোকাবিলা একটি দুঃখজনক পরিস্থিতির সৃস্টি করেছে। এ ছাড়া ভারতের সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সার্বিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হবে। ইয়াহিয়া খানের ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) ও কায়েদে আজম কলেজের (বর্তমানে সোহরাওয়ার্দী কলেজ) ছাত্ররা লাঠি হাতে মিছিল বের করেন। আদমজী পাটকলের শ্রমিকেরা মিল বন্ধ করে নেমে এলেন রাস্তায়। বন্ধ হয়ে গেল অফিস–আদালত। শহরের দোকানপাট এবং তেজগাঁও বিমানবন্দরে বিমান চলাচল স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে গেল। ঢাকাজুড়ে খণ্ড খণ্ড মিছিল এগোতে লাগল হোটেল পূর্বাণীর দিকে। বেলা তিনটার মধ্যেই পূর্বাণীর আশপাশ লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই অপেক্ষা করছিল বঙ্গবন্ধুর নির্দেশের জন্য। হোটেল পূর্বাণীতে পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে বঙ্গবন্ধু একটি সংবাদ সম্মেলন করেন। এর আগে তিনি জনতাকে ধৈর্য ধরতে বলেন। বলেন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *