সমাজের আলো: শ্যামনগর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে ‘কর্মসহায়ক’ হিসেবে বেসরকরিভাবে দায়িত্ব পালনরত এক কর্মচারীর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটেলমেন্ট অফিসের ‘সার্ভেয়ার’ তথা জরিপকারক এর ঘনিষ্ঠভাজন হিসেবে সংশ্লিষ্ট বিভাগে সার্বক্ষণিক কাজ করার সুযোগে নথিপত্রে নানান ধরনের জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জনকে সুবিধা পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ। তার এমন অপতৎপরতার শিকার হয়ে অনেকে আবার যারপর নেই মারাত্মকভাবে হয়রানীর শিকার হচ্ছে। প্রায় তিন দশক ধরে আলোচিত ঐ ব্যক্তি উপজেলা সেটেলমেন্ট অফিসের সাথে সম্পৃক্ত থাকার সুযোগে জরিপকারক তথা সার্ভেয়ারের দপ্তরকে একান্ত নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন বলেও অভিযোগ। তথ্যানুসন্ধনে জানা গেছে, শ্যামনগর উপজেলা গোপালপুর এলাকায় মনিরুজ্জামান শিমুল সরকারিভাবে নিযুক্ত সেটেলমেন্ট অফিসের কোন দায়িত্বে নেই। কিন্তু জরিপকারক এর দপ্তরের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নথিসমুহের যাবতীয় তথ্য সামগ্রী তার নিয়ন্ত্রণে থাকে। আর এসবের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে এসএ দাগ নং সহ বিভিন্ন নথির গুরুত্বপূর্ণ যে ঘষা মাজা করেছেন তার বিস্তর প্রমান রয়েছে। অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের একটি খতিয়ানের দাগ নম্বর নতুন খতিয়ান থেকে অলৌকিকভাবে উধাও করে দিয়ে তিনি ব্যাপক বিতর্কের জন্ম দেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে তিনি সংক্ষুব্ধ পক্ষকে ম্যানেজ করে ঐ মানচিত্রে আবারও সংশ্লিষ্ট দাগ বসিয়ে দিয়ে বিষয়টি মিটমাট করেন।




Leave a Reply

Your email address will not be published.