সাতক্ষীরা খামার ব্যবস্থাপক কার্যালয় আঙ্গিনার জায়গা লিজ দিয়ে ধান চাষ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। বোরবার (২২ জানুয়ারি) সরোজমিনে গিয়ে দেখা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় থাকা সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার ব্যবস্থাপকের কার্যালয়ের ভেতরে সরকারি জায়গা পাওয়ার টিলার দিয়ে চাষ করে ধান রোপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অফিস আঙ্গিনার সরকারি জায়গায় ধান, শাক-সবজি সহ বিভিন্ন তরি-তরকারী লাগিয়েছেন লিজ গ্রহীতা।
স্থানীয় বাসিন্দা ও সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন জানান, বিগত কয়েক বছর ধরে রসুলপুর এলাকার আব্দুল মাজেদের ছেলে আরিজুল ইসলামের কাছে খামার ব্যবস্থাপকের কার্যালয়ের আঙ্গিনায় থাকা খালি জায়গা লীজ দিয়েছেন। লিজ বাবদ আরিজুল প্রতিবছর এক লক্ষ টাকা দিতে হয় খামার ব্যবস্থাপককে।
স্থানীয় রাবেয়া বলেন, গত কয়েক বছর ধরে আরিজুল অফিসের জায়গা লিজ নিয়ে সেখানে চাষাবাদ করছে। তবে কত টাকা দিয়ে লিজ নিয়েছে সেটি আমার জানা নেই।
লিজ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বর্গাদার আরিজুল ইসলাম জানান, খামারবাড়িতে ধানসহ অন্যান্য শাকসবজি চাষাবাদ করছি সেখানকার কর্মচারী হিসাবে। বিনিময়ে প্রতিদিন পারিশ্রমিক নিয়ে থাকি।
এদিকে, খামার ব্যবস্থাপকের কার্যালয়ের বড়বাবু নামে খ্যাত এস এম সৈয়াদার রহমান সাংবাদিকদের কাছে লিজ দেওয়ার বিষয়টি অস্বীকরে করে বলেন, জায়গাটি বর্গা দেওয়া হয়েছে। চাষকৃত ধানের চার ভাগের একভাগ কর্মকর্তা নিবেন।
তবে উৎপাদিত ধান ও অন্যান্য ফসল ভাগাভাগি কিভাবে হয় সেটার সঠিক কোন তথ্য সাংবাদিকদের দেননি বড়বাবু খ্যাতো এস এম সৈয়েদার রহমান।
এ সব বিষয়ে অভিযুক্ত সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) নাজমুস্ সাকিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। সব জায়গায় চাষাবাদ করতে হবে। সেই নির্দেশনা মেনেই অফিস স্টাফদের সকলের সহযোগিতায় চাষাবাদ করছি।
সরকারি জায়গা লেজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, সরকারি জায়গা লিজ দেওয়ার একতিয়ার আর আমার নাই।
সরকারি জায়গায় চাষাবাদ করা ধান সহ অন্যান্য ফসল কিভাবে ভাগাভাগি করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ বি এম আব্দুর রউফ জানান, ওটা সরকারি জায়গা। সেখানে মুরগী প্রজনন করা হয়। এই জায়গা ভাড়া দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
