সমাজের আলো : কলারোয়ার কাজীরহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার আলী (৪৭) আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, নাভারণের ভাড়া বাসায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে শিক্ষক ইয়ার আলী বুকে ব্যথা অনুভব করলে যশোরে চিকিৎসা নিতে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রয়াত শিক্ষক কেরালকাতা ইউনিয়েনর বেড়বাড়ি গ্রামের মৃতঃ গোলাম রব্বানীর পুত্র। । মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী,১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বেলা ১১ টার দিকে বেড়বাড়ি উত্তর পাড়া জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন হাফিজ মোঃ নুরুল হক। জানাযা নামাজ পূর্ব আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সদ্য প্রয়াতের কর্মস্থল কাজিরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য শফিউল আযম, মেম্বর ওসমান গণি, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহাজাহান আলী, প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাস্টার শাহারিয়র কবির সুমন, মন্জুরুল সরদার সোহাগসহ অসংখ্য মুসুল্লিগণ।প্রিয় সহকর্মীর মৃত্যুতে কলারোয়ার শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published.