রাজু রায়হান,কলারোয় প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, (বার) স্যারের নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মীর খায়রুল কবির স্যারের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোহরাব হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় ধর্ষন মামলার আসামী শিমুল (২২), পিতা-ইউনুছ গাজী, সাং-বড়নডালী (মীরডাঙ্গা), থানা-কেশবপুর, জেলা-যশোর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৯শে জানুয়ারি) আনুমানিক রাত ২.৩০মিনিটের দিকে আশাসুনি থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

 
			 By Shahinur Rahman
   By Shahinur Rahman