সমাজের আলো :  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে জখমের মামলার আসামীরা জামিনে মুক্তিপেয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়াসহ খুন জখমের হাত থেকে মুক্তিপেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের দুদলী গ্রামের শেখ মাহবুব আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন একই এলাকার শেখ রায়হান গংয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল আমাদের। এর জের ধরে প্রায় রায়হান গং মাহবুব আলম এবং তার পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্নভাবে হয়রানির হুমকি প্রদর্শন করে আসছিল। গত ২৩ নভেম্বর ১৯ তারিখে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখ মাহবুব আলম। যার নং- ৯৯২। এর জের ধরে গত ১০ জুন ২০২২ তারিখ ভোরে শেখ রায়হানের নেতৃত্বে শেখ আব্দুর রহিমের জামাতা কাটাখালি গ্রামের আতিয়ার রহমান, দুদলী গ্রামের শেখ আব্দুর রহমান, সৈয়দ মাহমুদ আলী বড় বাবু, সৈয়দ হেমায়েদ আলী ছোট বাবু, মামুন শেখ, . আব্দুর রহিম, শেখ আমিনুর, আহছানুর গাজী, কাটাখালী গ্রামের হারুন, চরদাহ গ্রামের আবুল মোল্লার পুত্র শেখ আলতাব, দুদলী গ্রামের শেখ আব্দুর রহমানের স্ত্রী সাজু খাতুন, আতিয়ারের স্ত্রী রহিমা খাতুনসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে শেখ মাহবুব আলমের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে গাছগাছালি কাটা, বাড়িঘর ভাংচুর, লুটপাট শুরু করে। এতে বাধা দিতে গেলে মাহবুব আলমের বড় ভাই শেখ আব্দুর রব, ভাবী খাদিজা খাতুন, চাচাতো ভাবী মরিয়ম, ছোট ভাই হাবিবুল্লাহ, ন ভাবী মোমেনা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় উল্লেখিত ব্যক্তিরা বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ বাড়িতে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাদের হামলায় মারাত্মক আহত আমার ভাই ও ভাবীদের দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুর রবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় আমি বাদী হয়ে হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। যার নং- ১৭, তাং- ১১ জুন২০২২। তিনি আরো বলেন তারা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মারপিটসহ একাধিক মামলাও রয়েছে। উক্ত মামলায় উল্লেখিত আসামীদের মধ্যে ৪ জন আসামী বাদে বাকীরা আদালত থেকে জামিন লাভ করে। জামিনের পর থেকে উল্লেখিত সকল আসামীরা একতাবদ্ধ হয়ে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে আমাদের হুমকি -ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এমনকি আমাদের বাড়ি ঘর তারা ঘেরাও করে রেখেছে। আমাদের ঘরের মধ্যে থাকা চাল, ডাল নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করছে। অন্যদিকে তাদের ভয়ে আমরা পুরোপরিবার বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এছাড়া আমাদের পরিবারে কয়েকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। পরিবারের ৫ সদস্য এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে বাকী সদস্যরা বাড়ি ছাড়া হয়ে দিশেহারা হয়ে পড়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *