সমাজের আলো, কলারোয়া: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে কলারোয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা সমাজের উপর প্রভাব সম্পর্কে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান। এসময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুবর রহমান সান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম লালটু বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরপর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃংখলা বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। কিন্তু সমাজ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মুল এখনও করা সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজের সকল স্তরে মাদক ছড়িয়ে পড়েছে যার পরিনাম ভয়াবহ। তাই সমাজের সকলের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের সকলেই একযোগে কাজ করে চলেছে। সবাইকে সচেতন হয়ে স্ব-স্ব স্থানে থেকে একসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।




Leave a Reply

Your email address will not be published.