তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সোমবার (১৩ জুন) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ের তালা উপজেলার শাকদাহ এলাকায় প্রাইভেট কার, ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো মোটরসাইকেল চালক সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামের ইসমাইল হোসেন (৩৯) ও তার স্ত্রী শারমিন সুলতানা (২৮)। অপরজন হলেন ট্রলি চালক সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের আমজাদ হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৪২)।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। মধ্যে টলি চালকের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে চেপে সাতক্ষীরার দিকে যাচ্ছিল স্বামী-স্ত্রী। পিছনে থাকা একটি প্রাইভেট কারের চাকা পামচার হলে সামনের ট্রলি ও মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলে থাকা যুবক স্ত্রীসহ ট্রলির চাকার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অপরদিকে ট্রলি চালক মনিরুল ইসলামও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠায়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




Leave a Reply

Your email address will not be published.