খুলনার জেলা কয়রা সদর ইউনিয়নে ৫ ও ৬ নং কয়রা আল ক্বদর জামে মসজিদ ও হাফেজিয়া মাদরাসা কমপ্লেক্স। যেখানে প্রায় অর্ধশতাধিক ছাত্র মহাগ্রন্থ আল কুরআন হিফজ করতেছে। প্রতিষ্ঠান টির বয়স মাত্র ২বছর পূর্ণ হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কমপ্লেক্সের ছাত্ররা বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা সাফল্য ছিনিয়ে নিয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে ।
প্রতিষ্ঠান অল্প দিন প্রতিষ্ঠিত হওয়ার কারনে তেমন কোনো ফান্ড নাই বর্তমানে সারাদেশে প্রচন্ড লোডশেডিং চলছে। প্রতিষ্ঠানটিতে কারেন্টের বিকল্প কোনো আলোর ব্যাবস্থা না থাকায় কারেন্ট চলে গেলে মাদ্রাসার মাঠে থাকা ইউনিয়ন পরিষদ কতৃক দেওয়া ষ্টীক লাইট পোষ্টের নিচে এসে পড়া ছাড়া আর কোনো উপায় ছিলো না ছাত্রদের। বৃষ্টির সিজন হওয়ায় কোনো দিন বৃষ্টি হলে সেদিন আর মাঠে পড়া সম্ভব হতো না তাদের। এজন্য ছাত্রদের পড়াশোনা করার খুবই অসুবিধা হচ্ছিলো পরর্বতীতে বিদ্যুত না আসলে পড়ার কোন আলোর ব্যাবস্থা ছিলনা ছাত্রদের। মাদরাসার সফলতার ধারা বহল রাখতে এবং পড়াশোনার পরিবেশ ঠিক রাখতে জনাব শামছুল আলম মুরাদ খানের সহযোগিতায় আবাম ফাউন্ডেশনের মাধ্যমে মাদ্রসা কমপ্লেক্সে একটি উন্নতমানের( আই পি এস) দেন ।
নতুন আই পি এস পেয়ে যেমন খুশী ছাত্ররা তেমন খুশী ম্যানেজিং কমিটির সদস্যরা। বিভিন্ন ছাত্রদের সাথে কথা বললে তারা খুশী প্রকাশ করে বলে কারেন্ট চলে গেলে আমাদের আর লাইট পোষ্টের নিচে গিয়ে পড়তে হবে না রাতে ঘুমানোর সময় কারেন্ট চলে গেল গরমে কষ্ট করতে হবে না।
জনাব শামছুল আলম খান মুরাদ চাচ্চুর জন্য এবং আবাম
ফাউন্ডেশনের জন্য আমরা সবাই দোয়া করি।
ম্যানেজিং কমিটির সভাপতি এইচ,এম, আক্কাছ আলী বলেন ছাত্রদের কল্যাণে এত দরকারী একটা জিনিস দান করায় শামসুল আলম খান মুরাদ সাহেব সহ আবাম ফাউন্ডেশন এর সকল সদস্য দের মোবারকবাদ জানাই।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল হাসান সাহেব বলেন জনাব শামছুল আলম খান মুরাদ ভাইয়ের প্রতিষ্ঠিত আবাম এর আগেই কয়েকবার আমাদের এতিমখানায় কুরআনের মেহমানদের জন্য ভালো খাবারের আয়োজন করেন। ফাউন্ডেশনের কার্যক্রম মানবতার সেবায় সব সময় নিয়োজিত। সারা বাংলাদেশ জুড়ে তাদের কার্যক্রম রয়েছে।অসহায় মানুষের ডাক যেখানে শুনতে পায় আবাম ফাউন্ডেশন সেখানেই পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এর আগেও আমাদের প্রতিষ্ঠানে একটি সাউন্ড বক্সের ব্যবস্থা করেন
আমরা আবাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামসুল আলম খান মুরাদ ওাই সহ আবাম ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক দের জন্য মহান রবের দরবারে দোয়া করি তারা যেমন করে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ও যেনো তাদের সহযোগিতা করেন।
