সমাজের আলো : অবশেষে ঘুষের টাকা ফেরত দিয়েছেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল, নুরুন্নবী মেম্বারের ছেলে আলম মিয়াসহ কয়েকজন মেম্বার। গত ২১শে সেপ্টেম্বর ‘বিশ হাজার টাকার চেকে ঘুষ দশ হাজার টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর শনিবার গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে এই ঘুষের টাকা ফেরত দেন। এ সময় মেম্বাররা জোরপূর্বক ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে ভুক্তভোগীদের স্বাক্ষর নেন। এদিকে, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দুঃচিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে গতকাল সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সাঘাটার ইউএনও সরদার মোস্তফা শাহিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, নদীগর্ভে ঘর হারানোদের জন্য আগস্ট মাসে আর্থিক বরাদ্দ আসে। পরিবারের ধরন অনুযায়ী ২০ হাজার, ২৫ হাজার এবং ৩০ হাজার টাকা ঘর হারানোদের জন্য বরাদ্দ হয়। সাঘাটা উপজেলার নদীভাঙন কবলিত ভরতখালী এবং হলদিয়া ইউনিয়নের ৮৭টি পরিবার প্রায় ৪২ লাখ টাকার চেক বরাদ্দ পায়। চেক বিতরণে সরকারি সব নিয়ম মানতে ভুক্তভোগীদের নয়ছয় বুঝিয়ে তাদের দিয়েই লোক দেখানো চেক গ্রহণ করাসহ প্রশাসনকে দেখানোর জন্য ফটোসেশন করা হয়। পরে চেকগুলো আবার জমা নেন জনপ্রতিনিধি এবং তাদের নিযুক্ত দালালরা।চেকের নাম অনুসারে ভুক্তভোগীদের থেকে নেয়া হয় এনআইডি কার্ড ও ছবি। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্বাক্ষর জাল করে সেই টাকা উত্তোলন করেন। টাকা তোলার পর সেই টাকা ভুক্তভোগীদের অর্ধেক দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন।
