সমাজের আলো : চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল হক (৯০)। আজ সোমবার দুপুরে কেঁওচিয়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতকানিয়া থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় লাশের শরীরে রক্ত লেগে ছিল। মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক গৃহকর্মীর নাম জমির উদ্দিন (২৭)। বাড়ির গৃহপরিচারিকা ও প্রহরীরা তাঁকে হাত ও পা বাধা অবস্থায় লাশের পাশে দেখতে পান। নিহত আবদুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন। সাতকানিয়া থানার পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতের খাবার খাওয়ার পর আবদুল হক নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সোমবার সকাল নয়টার দিকে বাড়ির গৃহপরিচারিকা ও প্রহরী গিয়ে দেখেন আবদুল হক তখনো ঘুম থেকে জাগেননি। তাঁরা ডাকাডাকি করেও গৃহকর্তার সাড়া না পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। এ সময় গৃহকর্তাকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আর গৃহকর্মী জমির উদ্দিনকে মুখ ও দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। নিহত আবদুল হকের ছেলে মঈন উদ্দিন বলেন, গতকাল রাতে বাড়িতে তাঁর বাবা, একজন গৃহকর্মী, গৃহপরিচারিকা ও প্রহরী ছাড়া আর কেউ ছিলেন না। আজ সকাল সাড়ে নয়টার দিকে এলাকার লোকজনের মাধ্যমে তিনি তাঁর বাবাকে হত্যার বিষয়টি জানতে পারেন। সাতকানিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মাথার বাঁ পাশ, বাঁ চোখ ও বাঁ হাতে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল গভীর রাতে বা আজ ভোরের দিকে কোনো কিছুর মাধ্যমে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.