সমাজের আলো : তালা উপজেলার খেশরা ইউনিয়নে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই অপরিকল্পিতভাবে খাল খননের ফলে গাছ মাছ সহ বোরো ফসলের অপূরণীয় ক্ষতির অভিযোগ উঠেছে। জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের বারইখালি খালের মহাশ্মশান মুখ হতে বারন বিলের মাথা পর্যন্ত ২০ লক্ষ টাকা ব্যায়ে ১৬,৫০০ ঘনমিটার খাল খননের কাজ উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। মৎস্য দপ্তরের পক্ষে উত্তম সেন নামের একজন ঠিকাদার খননের কাজটি বাস্তবায়ন করছেন। খাল খননের বিষয়ে কোন প্রকার পুর্ব ঘোষনা না দেয়ায় এবং নোঠিশ না করায় খালের দুধারের গাছ মালিক ঘের মালিক সহ ধান চাষিদের অপুরনিয় ক্ষতি হচ্ছে। এবিষয়ে ক্ষতিগ্রস্তরা তালা উপজেলা নির্বাহি অফিসার বরারবে একটি গনসাক্ষরিত আবেদন করেছেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা তালা উপজেলা নির্বাহি অফিসার এবং তালা উপজেলা মৎস্য অফিসারের সাথে মুঠোফোনে কথা বললে ফসলের ক্ষতি যাহাতে না হয় সে বিষয়ে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন এবং উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শনে আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা বোরো ফসলের অপুরনিয় ক্ষতির হাত থেকে বাচতে ফসল কাটা না হওয়া পর্যন্ত খাল খননের কাজ স্থগিত রাখার জন্য জোর দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.