সমাজের আলো : তালা প্রেস ক্লাবের সিনিয়ার সাংবাদিক এম এ ফয়সাল কে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে তাকে লাঞ্চিত করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় নিজে বাদী হয়ে তালা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।থানার অভিযোগ পত্রসূত্রে ও ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলার হরিহরনগরে পেশাগত দায়িত্ব পালন শেষে হরিহরনগর বাজার হতে ওই গ্রামের দিদারুল আলম (৫৫)’কে সাথে নিয়ে তালায় ফেরার পথে তার বাড়ির সন্নিকটে এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে দিদারুল আলমকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তালার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে হরিহরনগর গ্রামের ছাত্তার গোলদারের ছেলে মিলন গোলদার (৩৬), ওলিয়ার গোলদারের ছেলে সুমন গোলদার (৩৫), মুকুন্দপুর গ্রামের মুনছুর শেখের ছেলে আজমীর শেখ (৩২) ও পাইকগাছার মালত গ্রামের আহম্মদ মোড়লের ছেলে জুয়েল হোসেন (৩৪) তার গতিরোধ করে মটরসাইকেলের চাবি,মোবাইল ও ৫২৩০ টাকা ছিনতাই করে নেয় ও শারীরিক ভাবে লাঞ্চিত করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মোবাইল ও চাবি ফেলে পালিয়ে যাওয়ার সময় জীবন নাসের হুমকি দেয় তারা।এ ঘটনায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।এ সময় ঘটনার বর্ণনা করে সাংবাদিক ফয়সাল বলেন, আমি পেশাগত দায়িত্ব পালনে খুব ভিতির মধ্যে আছি। আসামীরা খুবই দূর্দান্ত ও নেশাগ্রস্থ। যে কোনো সময় আমার উপর আবারও আক্রমন হতে পারে।




Leave a Reply

Your email address will not be published.