আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : ‘‘মাদক মুৃক্ত সমাজ গড়ি, জীবনকে ধন্য করি’’ এই গানকে সামনে রেখে, দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে দ্বিতীয় বারের মত জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর,২১ ইং সোমবার মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় দেবহাটা উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠ হতে দেবহাটা ব্যাপী বিশাল বর্ণাঢ্য মাদক বিরোধী সাইকেল র‌্যালী সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার, ২২ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বেতারের প্রতিনিধি ফারুক মহবুবুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের দেবহাটা থানার আহবায়ক মহিউদ্দীন হোসেন লাল্টু, ফেয়ার মিশন ক্যাটারিং সার্ভিসের সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ রানা, জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বিভিন্ন শাখার মোস্তফা কামাল, সোহাগ হোসেন, ইমরান হোসেন সুমন, ফিরোজ হোসেন, আব্দুস সালাম, ইকবাল হোসনে, দেবহাটা সদর শাখার সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, নাজিরউদ্দীন, আল আমিন ও সাব্বির হোসেন প্রমুখ। প্রায় ৪৫ কিঃমিঃ র‌্যালীতে ফেয়ারের ৪০০ সাইক্লিষ্ট সহ মোট ৫০০জন অংশ গ্রহন করবে। মাদক বিরোধী সাইকেল র্যাালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম। উদ্বোধক থাকবেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দেবহাটা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ ও সভাপতিত্ব করবেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন দেবহাটা উপজেলা বাসীকে সাতক্ষীরা জেলার মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় ও বর্ণাঢ্য রালীটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.